প্রথম প্রশ্নটা চাপা পড়ে গেছে দ্বিতীয় প্রশ্নের ভারে
প্রশ্নরা প্রশ্নকে চেপে ধরে
আমি প্রশ্নের আড়ালে এবং প্রকাশ্যে আছি দাঁড়িয়ে
আমার কোন নাগরিক দায় নেই
নাগরিক দায় নেই আমাদের কারোর
শুধু প্রশ্ন কারক এবং উত্তরদাতা এনাদেরই দায় দেখা যায়
সমাজে শত সমাচার বয়ে নিয়ে গিয়েছিল যে প্রশ্ন
যে প্রশ্ন সমাজের শোধন দাবি করেছিল
সেই প্রশ্নের পাশে আজ কেউ নেই ?
বড় আশ্চর্যের এই পৃথিবী
বড় নিঃসঙ্গ বেদনার এই পৃথিবী
আমি বা আমরা একা থাকায় কোন প্রশ্ন নেই
শত প্রশ্নের জমায়েত হয় একত্রিত করনের মাঝে
তবুও তো সব প্রশ্ন উত্তর একত্রিত হবে একদিন
প্রশ্ন এবং উত্তর হবেই, হবেই সম্মুখীন।