তৃষ্ণার গভীর ক্ষতে
তুমি ঝরো চেরাপুঞ্জি হয়ে …..
তপ্ত মাটিভেজা গন্ধে খুঁজি
তোমার এলোচুলে শিউলির মালা ,
তপস্যার চাঁদে অন্তর্হিত হবে তৃষ্ণা অতৃপ্ততা …..
আমার স্মৃতির নিস্তরঙ্গ নির্জনতা
তোমার কাছে বিস্তীর্ণ জলরাশি-
কোলাহল ঢেউয়ের বারমাস্যা জেনে
আমি হেঁটে চলি অভ্রান্ত বালুকাবেলায় l
তুমি ছুঁলেই আমার ভাঙ্গন …
আমি ছুঁলেই কি কোনো অশনিসঙ্কেত ?
বিষাদের দিনলিপিতে থেকো প্রলেপ হয়ে l