ভাবনার খেয়া বায় উচ্ছ্বাসের ফুলঝুরিতে
ছলাত ছলাত শব্দ মাধুর্যে জল কাটে গতিপথে,
অপরাহ্নের স্তিমিত রোদ্দুর ছুঁয়ে ছায়া করে টলমল,
নোঙর খোঁজে রাত বিরেতে কষ্টস্বপ্নে বিহ্বল।
অপাঙক্তেয় ইচ্ছেগুলো ডানা মেলে মনের অজান্তেই,
অন্তরালে ওত পেতে থাকে দুঃস্বপ্নের ভোকাট্টা সুখ।
ভুলের জাল বুনে বুনে কাটে ঋতুর প্রহর,
চোরাবালিতে খাবি খায় অপরিপক্ক মনের বাঁধভাঙা জোয়ার।
হেমন্তের সকাল আড়মোড়া ভাঙে শরতের মিথ্যে সন্ধানে,
কত অভিমানী শিশির শোনে ঝরা শিউলির দীর্ঘশ্বাস।
সত্তার অন্তহীন বাক্যালাপ নির্বিকারে করে অরণ্যে রোদন,
একাকীত্বের পিছুটান ক্ষণিকের আয়ু যেন ভয়হীন ডর।
নিষ্ফল পাখসাট করুণ সুরে গায় পরাজয়ের গান,
মনের কথা করে লেখাজোখা জীবনের অর্বাচীন পাতায়।