বন্যা জলে ভাসে বাড়ি লোকে কাঁপে ত্রাসে,
খুব বেশি বারি ধারা ডেকে আনে ক্ষতি;
শুষ্ক ম্লান দুখী জনে নাই কোন গতি,
বস্তু দ্রব্য যাহা কিছু ভাসে রাশে রাশে;
গরু মেষ জলে ডুবে ভাসে পঁচা লাশে,
ধনে জনে নেয় কেড়ে বন্যা হলে অতি ;
খাদ্য দ্রব্য জল বিনে দুখে ছন্ন মতি,
চোখে আসে জল ভরে দেখে সব ভাসে।
দিন যায় রাত আসে বুক ভরা দুখ,
আয়ু বাতি নিভু নিভু ক্ষুধা ভরা মুখ।
চোখে জল নাহি বল তবু আশা করে,
শান্ত হবে বন্যা যবে ঘুচে যাবে দুখ;
এসো সবে হাত ধরো দাও খাদ্য ভরে,
ক্ষুধা পেটে খাদ্য পেলে পাবে মনে সুখ।