মানব জনম পার করে ভবে
চলে যেতে হবে দূরে,
সংসার তরি বাইবো কঠিন
তালে গানে যত সুরে।
সফলতা আসে ধর্মে কর্মে
সার্থক ভাবে মনে,
দিতে হবে পাড়ি তরি খানি ছাঁড়ি
প্রভু থেকো মোর সনে।
কোমরটি বেঁধে নোঙরটি তুলে
ওপারেতে যাবো চলে,
দোষ গুলি সব ফেলে রেখে যাব
হরি নাম জপ তলে।
বিপদ আপদ কেটে গেছে কত
একা দাঁড় বহি জলে,
পায়ে ঠেলে বাধা হাতে ঠেলে ঢেউ
সংশয় যত দলে।
ধন সম্পদ আছে পিছে যত
প্রভু দয়া পাই যেন,
ঠাকুরের সেবা আশিসেতে ভরে
করি সেবা তাই হেন।