তোমার অপার কৃপার দানে সকল জীবের সৃষ্টি
দক্ষ চালক তুমিই প্রভু সকল দিকেই দৃষ্টি,
অরূপ তোমার লীলা খেলা কেউ না বুঝতে পারে
কৃপা মাগে ধনী গরিব সবাই তোমার দ্বারে।
চন্দ্র সূর্য গ্রহ তারা ঝর্ণা গিরি পাহাড়
সব কিছুতে দানটি আছে শুধুই প্রভু তোমার,
লীলা তোমার বুঝতে গেলে বোধের পরশ লাগে
কৃপাধন্য যেজনা হয় আশিস মিলে ভাগে।
ফলে ফুলে সাজাও ধরা সকল জীবের তরে
ফসল ফলায় চাষির দলে বীজ বপনটি করে,
নদীর বুকে জলধারা তৃষ্ণা মেটার জন্য
এই ধরাতে জনম দিয়ে করলে সবায় ধন্য।
মায়ের বুকে পিযুষধারা তুমিই দিলে প্রভু
স্নেহ মায়ার স্নিগ্ধ ছোঁয়া ভুলবো নাতো কভু,
জোছনা ঝরে ভুবন আলো ঘুচায় অন্ধকার
তুমিই যেগো সব সারাৎসার তুমিই নিরাকার।
মোহের কাজল মুছে আমায় চৈতন্য দাও তুমি
মন জেনেছে মূল কথাটা তাইতো চরণ চুমি,
যদিন বাকি আছে আমার এই না ধরার পরে
তোমার পায়ে ঠাঁই যেন পাই আশিস দিও ভরে।