সৃষ্টি জুড়ে যা কিছু ভাই
প্রভুর লীলা জেনো,
গ্রহপুঞ্জ রবি শশী
তাঁরই গড়া মেনো।
পাহাড় গিরি ঝর্ণা মরু
বন- বনানী যত,
কুসুম বাগে ফুলের মেলা
নদী ধারা শত।
মাঠে ভরা সোনার ফসল
রাখেন সবার তরে,
আলো বায়ু ফল জল দিয়ে
জীবন দিলেন ভরে।
মন্দির মসজিদ সবখানে তাঁর
মধুর নামের ধ্বনি,
অমোঘ টানে মন ছুটে যায়
কান পেতে যেই শুনি।
কর্মে ধর্মে মতি রেখে
চলো জীবন পথে,
প্রভু পদে মন দাও অনুক্ষণ
চড়বে সুখের রথে।