পেতে যদি হয়গো তাঁরে
একাগ্রতায় ডাকতে হবে ,
মনেপ্রাণে যেজন ডাকে
দেখা তারে দেন যে ভবে।
অহঙ্কারে থাকলে মত্ত
পাবেনা সে পরম বিত্ত,
দম্ভ ছেড়ে শরণ নিলে
শান্তি ছোঁয়ায় ভরবে চিত্ত।
স্নিগ্ধতায় যে জুড়াবে প্রাণ
পেলে প্রভুর প্রসাদ কণা,
ডাকো তাঁরে দিনে রাতে
তুমি বিনে কেউ জানবেনা।
ভক্তি পুষ্পের ডালি ভরে
অর্ঘ্য দিও চরণ প’রে,
দুখের নিশা কাটবে জেনে
সাধো তাঁরে হৃদয় ঘরে।
পৃথিবীটা মায়ার খেলা
সময় এলে যেতেই হবে,
অশ্রু ফুলে সাজাও ভেলা,
নিত্য শুধু প্রভুই র’বে।
হিংসা বিদ্বেষ যা আছে সব
ঢেলে দাও আজ তাঁর চরণে,
দয়ানিধির কৃপা পেলে
তৃপ্তির পরশ পাবে মনে।
মানবজীবন সাধনার ধন
অযুত জনম নেবার ফলে,
অপচয়ের কারনেই যে
ভাসতে হয় গো অশ্রু জলে।
আলোর জ্যোতি জ্বালাও মনে
নিরবধি তাঁরে ডাকো ,
অমল সুখের মধু ধারায়
মিলবে যে স্থান চরণ ছায়ায়।