স্মৃতির বালুচরে মুখেরা ভীড় করে
কেন যে ভীড় করে ? আমি তো ক্লান্ত।
এখানে নদীপারে গোধূলি গান ধরে
আকাশ নীলে নীল ; হৃদয় শান্ত ;
ঘুমাবো আমি তাই ঘুমপাড়ানি গানে
ভরেছে চরাচর মিলেছে প্রাণে প্রাণ
তবুও ভীড় করে ; মুখেরা ভীড় করে ;
অতীতে এত জ্বালা ; কে আগে জানতো!
দোসর কেউ নেই, চাইনে মিতালিও
তবুও পিছু ডাকে বিদুর, পার্থ।
কী হবে প্রেম দিয়ে, দেহের জ্ব সেও ;
রাধার মুখ তবু কেমন আর্ত।
ঘুমুতে চাই আমি মাটিতে বুক মেখে,
মরণ চাই আমি আকাশে মুখ রেখে ;
তবুও হাঁটে তারা ক্ষুব্ধ বলরাম,
অন্ধ কুরুরাজ, কুরুক্ষেত্র।
তোমরা ফিরে যাও। কোথায় দ্বারকায়
নারীর দেহমদে পুশুরা লুব্ধ ;
কোথায় শিশুকে জ্যান্ত ছিঁড়ে খায়
আহত নেকড়েরা ; এমনি যুদ্ধ!
কী হবে ঘুম থেকে সে দেশে হেঁটে গেলে ?
সুদর্শন আমি দিয়েছি ছুঁড়ে ফেলে।
এখানে এই ঘাসে হৃদয় ঢেকে নিয়ে
ঘুচাবো দ্বন্দ্বের জয়ের ক্লান্তি।
বলো না কথা পাখি, আস্তে ঝরো ফুল ;
ঘুমের রাত আসে। শান্তি শান্তি!