নদীর ভেতর যেমন আমি
আমার ভেতর নদী,
ওতপ্রোত বুকভর্তি আবর্জনায় ভাসতে ভাসতে
পথ যায় যে ভেসে,
নদীর গলায় অসহায়-ধ্বনি শুনে
ভাসে আমার দু কূল,
তখন আমি-ই আমার প্রতিবাদী।
স্রোতসিনীর নাভিশ্বাসের আর্তনাদের ভাষায়
কষ্টগুলোর কানমলা খুব চেনা-জানা!
পূতিগন্ধময় প্রবাহে বুকের তীব্র জ্বালায়
ঘাট-আঘাটায় পাড়ি!
পুষ্টি-জোয়ারে গড়া নগরের নির্মমতায়
বিষ্মিত কুপিত জননী!
শুদ্ধি-অশুদ্ধির দোলাচলের ধন্দ নিয়ে
বয় তবু কুলুকুলু—অবিসংবাদী!
নদীর মধ্যে লগ্ন আমি
আমার দুঃখবাদী।