পড়ন্ত বিকেলে নদীতীরে —–
আমার ইচ্ছেগুলি ঢেউয়ের তালে দুলে
দুরন্ত হাওয়া এসে হামলে পড়ে
আমাকে নাজেহাল করে হাসে
ক্রমশঃ ভাবনারা মনবৃক্ষের ডালপালা ছেড়ে
ঝুপঝাপ্ নেমে আসে—-
দু’টো গাঙচিল উড়ে যায় টুঁই টুঁই সুরে
সম্ভবতঃ আপন বিবরে
ক’টি দামাল কিশোর মাছ ধরছিল ছিপ্ হাতে
আমার ভাবনারা দিব্যি ওদের সাথে গল্প জুড়ে
আর, কি আশ্চর্য্য! ইচ্ছেগুলিও ভাবনার তাপে
কেমন রোমাঞ্চিত!
যেন, জন্মান্তরের লালিত আশা,স্বপ্ন অবরুদ্ধ অস্ফুট ভালবাসা জমাট ছিল-অচেতনায়
তটিনীর মধুর কলকল তানে হৃদয়ের রুখু উপত্যকায়
জাগে প্রাণের উচ্ছ্বাস
ইচ্ছেরা ভাবনার-লাগাম ধরে টানে বাস্তবের শ্যামল জমিতে –
এবারে, বপন করবে–সকল ইচ্ছের প্রতিফলনে
প্রত্যয়ী ভালবাসা !