পারবে দিতে জ্যোৎস্না রাতের স্নিগ্ধ সুধা আলো ,
যার ছটাতে ঘুচবে মনের গভীর নিকষ কালো।
পারবে তুমি হৃদ-বাগিচায় ফোঁটাতে প্রেমের ফুল ,
লাঙ্গল ফলায় বিদ্ধ করে করবে নাতো ভুল ?
পারবে তুমি নদী হয়ে তৃষিত হৃদয় জিতে…
নিদ্রানিবিড় মনের ঘাটে জলকল্লোল দিতে ।
পারবে দিতে প্রেমিক হয়ে অগাধ ভালোবাসা ,
শুষ্ক হৃদয়ে জাগবে তবে প্রণয় রঙ্গীন আশা ।
পারবে দিতে দিনের শেষে হলুদ রঙ্গা বিকাল ,
রাতের কালো ঘুচিয়ে দিয়ে,দেবে শুভ্র সকাল ।
মন যে আমার পাওয়ার আশায় দূর্বাদলে ভাসে ,
রুদ্ধ হৃদয় খুললে,দিতে পারবে অনায়াসে ।