এসেছিলে তুমি নীরব নিশীথ রাতের সাক্ষী হয়ে বহুল প্রতীক্ষার ছায়াপথ পেরিয়ে।
ক্ষণিকের জন্য আনন্দ এসেছিল মনে অতল সমুদ্রের উছল ঢেউয়ের মত।
জোনাকির আলোকে অন্ধকার পথ উজ্জ্বল আলোকময় হয়েছিল।
তারপর একদিন হঠাৎই তুমি চলে গেলে অযথা ভুল বুঝে, দোষের ঝুড়িটা আমার মাথায় চাপিয়ে।
বলেছিলাম ধৈর্য্য ধরো, সময়ে সব ঠিক হয়ে যাবে। বিষয়ের কচকচানি আপনা আপনি মিটে যাবে।
তুমি বলেছিলে রেগে, “সত্যিই কি সব ঠিক হবে?” চলে গিয়েছিলে অভিমান নিয়ে।
খুঁজেছিলাম তোমাকে সূর্যাস্তের ডালিম রাঙা গোধূলিতে।কত স্মৃতি মনে করে কেটেছে দিন।
আজ ফেসবুকে তোমার মেসেজটা পেয়ে প্রেম মিলনের দীর্ঘকালের স্থবিরতা ভেঙ্গে যেন স্বপ্নের পরিরা ডানা মেলে খুশিতে নেচে উঠেছে অমৃত আস্বাদনের অপেক্ষায়। আবার সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে।
ব্যালকনিতে বসে দু’জনের গরম চায়ের উষ্ণতায় আবেগময় হওয়া। কখনো গ্ৰীলের ফাঁকে আছড়ে পড়া নবারুণের মেদুরতায় গা ভাসানো।বাগানে টবের জলে শালিক পাখির স্নান করা, ডানা ঝাপটে ঝগড়া দেখে কতই না আনন্দ পেতাম।মন বলছে আজ তুমি এলে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আমার ছন্দহীন জীবনে আগলে রাখব তোমায়, গড়ে তুলবো সুখের নীড়।