প্লাবিত বৃষ্টি ধারা ছেয়ে জায় বক্ষ জুড়ে ।
সিক্ত রজনী বলে ইশারায়,
কেউ আছে লুকিয়ে তোর অন্তরে ।।
অপেক্ষাকৃত হৃদয় যেন
গুমরে ওঠে ব্যাকুল আকুলতায়,
সময় শুধু বয়ে যায়,
ঢেউয়ের তালে নামহীন নিশানায় ।।
স্নিগ্ধশীতল নেত্র
প্রেমের উষ্ণ আদরে হয়েছিল মুদ্রিত ।
কারোর অনুপস্থিতিতে সেই নয়ন ব্যথিত,
অহর্নিশি জাগ্রত ।।