Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রতীক্ষায় || Prabir Kumar Chowdhury

প্রতীক্ষায় || Prabir Kumar Chowdhury

নষ্ট দুপুরে খেরোর খাতা খুলে প্রাত্যহিক জীবনের হিসাব কষি,
সংবাদে বিতৃষ্ণা,অধঃপাতে সমাপতন । বিশ্বাস হীনতায়-
নির্নিমেষ চেয়ে থাকি পথে – স্বচ্ছতার প্রতীক্ষায়।

আজ বড় একা লাগে এ বোহেমিয়ান সন্ধ্যায়,
আয়ুকালের সায়াহ্নে ধূসর স্টেশনে নিস্তরঙ্গ জনারণ্যে-
আমি তো প্রত্যক্ষ করি – নিরসন চায় উৎপীড়িত জনতা।

আমি প্রতিনিয়তই প্রত্যক্ষ করি –
উঠোন জুড়ে বাঘের অনুসন্ধিৎসু পায়ের ছাপ,
আমি তো এতকালধরে স্বপ্ন দেখেছি ঘুমে ,জাগরণে-
পৃথিবীময় উঠানজুড়ে লক্ষীদেবীর পদচিহ্ন,মমতার বিছানায় –
সুস্নিগ্ধ মায়ের স্তন্যপানরত দেবশিশুর নির্মল হাসি ।
এই দুর্বোধ্য রহস্য ভেদের সফলতা বুকে করেই তো
বাঁচতে চেয়েছি।

এখন সর্বজন জনপ্রিয়তা কেবলই লোভ হয়ে নরকে নামায়,
আশুগৃহে জৌলুসে মোড়া পাপ অহর্নিশি দংশায় সারা অঙ্গে।
আমি শুধু বিবিধ স্বপ্নের সমাহারে মালা গেঁথে, গেঁথেই মুক্তির গলায় পরাতে চেয়েছি।
অযুথ বছর ধরেই এই মুক্তির অন্বেষণেই আকাশ পথে ছুটে বেড়ায় লক্ষ্য তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *