প্রতিশ্রুতিরা ফাঁকি দিয়ে চলে যায়-
অতীতের স্মৃতি নিয়তির মতো লাগে,
অভিমান তাই যাতনা বিদ্ধ করে,
বিচার সভার সময় পেরিয়ে যায়।
কারো কেটে যায় সার্থক এ জীবন
কতো অনায়াসে এখানে সেখানে যায়,
স্বপ্ন সুখের প্রহর গুণছে কারা,
কোনো আধমরা দুঃখ ভুলতে চায়।
চোখের জলের জাগ্রত স্মৃতি কার
কান্নার বাঁধ ভেঙেছে কোন প্রিয়ার,
অপমান ভার সইতে পারেনি কে,
কোন অভাগারা অকালে প্রাণ হারায়।
নিঃসঙ্গতা কার বুক চেপে ধরে,
সঙ্গিনী আজও জোটাতে পারেনি কে
জীবন যে কার শুধুই বেদনাময়,
অপেক্ষা কবে নারী ও পুরুষ সমানুপাতিক হবে।
পরিণতি পায় শতেক যন্ত্রণা
ভালো থাকতে চাওয়া টা বিড়ম্বনা,
শত্রুমিত্র চেনা হলো বড়ো দায়
প্রতিশ্রুতিরা আজও কেঁদে বেড়ায়।
অভিশাপ কারো নিষ্ফল হয়ে যায়,
পরশুরাম কি এখনো কুঠার হাতে,
জমদগ্নিরা নিস্তেজ হলো কবে
অগস্তমুনি কি চিরতরে চলে যায়?
বছর আসে বছর ফুরিয়ে যায়
তবুও সে আসে নতুনের মহিমায়
জীবন মরণ সব কি এড়ানো যায়
যা চায় নিয়তি সেটা ঘটে যায় নিশ্চয়।
আগুন নিয়ে কতো খেলা চলে আজ
সবাই নিজেকে জাহির করতে চায়
সর্বহারার হারাবার কি বা ভয়
জীবন মরণ সন্ধিক্ষণ কাল বেলা বয়ে যায়।।