প্রতিবন্ধী আছে রাশে
বোবা কালা অন্ধ,
কেউ থাকেনা তাদের পাশে
চোখটি রাখে বন্ধ।
ছন্দহারা জীবন অতি
থাকে মলিন মুখে,
কারবা দোষে বিধির রোষে
কাটায় যে দিন দুখে।
রক্ত মাংসে গড়া তারা
আর সকলের মতো,
তবুও কেন প্রতিবন্ধীর
মন্দ ভাগ্য যতো।
মনোহরা বসুন্ধরা
দেখতে নাহি পারে,
অক্ষমতার দুঃসহ দুখ
নীরব ব্যথার ধারে।
সমাজ মাঝে আমরা যারা
একটু সময় দিয়ে,
ওদের পাশে দাঁড়াই এসো
মানবিক মন নিয়ে।