পেরিয়ে এসেছি বহুপথ
অথচ প্রতিধ্বনি বাজছে এখনও
অদূর প্রান্তে….
ফেলে আসা দুটি দেওয়ালের
ব্যবধান হয়েছে আজ অদৃশ্য ।
সৃষ্টির উৎসাহে মাতোয়ারা সম্রাট
প্রতিধ্বনির পরে বসে কাঁদছে
মর্মর সমাধির ‘পরে ।
আড়ষ্ট বিভীষিকার তাণ্ডব
ধূসর জীবনের ছেঁড়া কিছু বাসনা
আজ আরেকটা
মলিন জীবনের কাছে এসে
মাথা ঠুকছে ।
মৃত্যুর পর, জাতিস্মরের স্বপ্নে
একটু সুখ পুরনো দিনের ,
প্রতিধ্বনিত হয় হিমালয়ের বক্ষে।
অথচ যা ছিল আজ
সবই যেন দূরে যায় আর
ভাটার টানে ফিরে আসে।