প্রতারণায় হতবাক
কিছুদিন আগে অচেনা নম্বর থেকে ফোন আসে তরুনীর কাছে।কয়েকদিন কথা বলার পর সরাসরি বিয়ের প্রস্তাব আসে। পরিবারের সঙ্গে দেখা করার আবেদনও করে। বাড়িতে নিমন্ত্রণ করে ওই তরুণীর পরিবার। সুদর্শন, স্বচ্ছলতার ছাপ নিয়ে মেয়ের বাড়িতে আসেন পাত্রসহ মাসিমা। বাড়িতে এসে গল্পও জুড়ে দেয় ওরা । মেয়ের বাবা ও ভাই কাজের সূত্রে গুজরাটে ।বাড়িতে কেউ না থাকায় অতিথিদের আপ্যায়ন করতে মেয়েই মিষ্টি আনতে যায়। মিষ্টি খেতে খেতে চলে আলোচনা। মেয়ে তাদের পছন্দ জানিয়ে তারা চলে যায়। টালির চাল আর ক্ষ’য়ে যাওয়া এই ইটের ঘরটাকেই টার্গেট করে পাত্র পক্ষ। তবে এ পাত্র যে যে সে পাত্র নয়, তা বুঝতে দেরি হয়ে যায় তরুনী ও তার মায়ের। পাত্র চলে যাওয়ার পরই তরুণী দেখেন তাঁর মোবাইলটি উধাও।
মোবাইল খুঁজতে খুঁজতে নজর যায় আলমারিতে। দেখে আলমারি খোলা। ব্যাগ আছে তাতে রাখা টাকা উধাও। অভিনব প্রতারণায় অবাক পাড়া প্রতিবেশীরাও। পাত্রী দেখতে এসে শুধু মিষ্টিতে মন ভরেনি পাত্রর। যাওয়ার সময় নিয়ে গিয়েছে নতুন মোবাইল, টাকাপয়সাও।