যুগে যুগে জন্মিয়াছে ,ঠগ প্রতারক,
করেছে মানুষে তারা , কত প্রতারণা।
বঞ্চনা করেছে সেই , সব প্রবঞ্চক,
পৃথ্বী কখনো তাদের , করে নি কো ক্ষমা।
বিভীষণ নামে সদা ,মোদের অন্তরে,
ঘৃণার তরঙ্গ এক , উঠে উথলিয়া।
প্রবাদ বাক্যটি তাই , লোকমুখে ফিরে,
ঘরশত্রু বিভীষণ ,কথাটি ঘিরিয়া।
কপট খেলার নাম ,শকুনির পাশা,
যার তরে হারিলেন , ধর্মরাজ যিনি।
দ্রৌপদীর লাঞ্ছনার,নাহি কোনো ভাষা,
তাই সবে শকুনিরে , প্রতারক গণি।
সিরাজউদ্দৌলা যবে, পলাশীপ্রান্তরে,
জাফরের প্রতারণায়, হারিলেন হায়।
দেশ ও জাতিরে সেই, বিশ্বাসঘাতক,
পরাধীন করেছিল , যার ক্ষমা নাই।
তাই আজো মীরজাফর, প্রতারক রূপে,
মানুষের হৃদয়েতে , বিরাজে সদাই।
তার নাম তাই এবে , ঘোর অন্ধকূপে,
শত্রু ভাবি করিয়াছি , নিমজ্জিত তাই।
চলিয়াছে ট্র্যাডিশন ,সমান তালেতে,
রামায়ণ যুগে শুরু , হয়েছিল সেথা।
ভরেছে পৃথিবী আজ , ঠগ জলিয়াতে,
সততার নেই ঠাঁই , বিন্দুমাত্র হেথা।