কেন যন্ত্রণার কথা, কেন নিরাশা ব্যথা,
জড়িত রহিল ভবে ভালবাসা সাথে?
কেন এত হাহাকার, , এত ঝরে অশ্রু ধার?
কেন কণ্টকের কূপ প্রণয়ের পথে?
বিস্তীর্ণ প্রান্তর মাঝে , প্রাণ এক যবে খোঁজে
আকুল ব্যাকুল হয়ে সাথী একজন,
ভ্রমি বহু, অতি দূরে , পায় যবে দেখিবারে
একটি পথিক-প্রাণ মনেরি মতন ;—
তখন, তখন তারে , নিয়তি কেনরে বারে,
কেন না মিশাতে দেয় দুইটি জীবন?
অনুলঙ্ঘ্য বাধা রাশি , সম্মুখে দাঁড়ায় আসি—
কেন দুই দিকে আহা যায় দুই জন?
অথবা, একটি প্রাণ , আপনারে করে দান—
আপনারে দেয় ফেলে’ অপরের পায় ;
সে না বারেকের তরে , ভুলেও ভ্রুক্ষেপ করে,
সবলে চরণতলে দলে’ চলে’ যায় ।
নৈরাশপূরিত ভবে , শুভযুগ কবে হবে,
এরটি প্রাণের তরে আর একটি প্রাণ
কাঁদিবে না সারা পথে ;— , প্রণয়ের মনোরথে
স্বর্গমর্ত্যে কেহ নাহি দিবে বাধা দান?