বিজয়ের প্রদীপ্ত দিন আসে
মুখরিত জয়গানে, রংফানুসের ঝালরে,
শান্তির বারতায় শ্বেত পায়রা পাখা মেলে…
কুচকাওয়াজে মুক্তির গান… তোপোধ্বনি
বাজে বাতাসে বাতাসে, ক্ষণিক নীরবতা
স্মরণের দ্বারে, নতমুখে প্রজ্ঞাময় স্মৃতিপট।
স্বাধীকার ছুঁয়ে জীবন বয়ে যায় সময়ের সাথে …
এসো নবীন প্লাবনের মতো
সূচিভেদ্য অন্ধকারে আলোকবর্তিকা হাতে,
পৃথিবীর সব সুখ ঢেলে দাও আমাদের করতলে,
সম্প্রীতির মন্ত্রে উদ্বুদ্ধ হই এসো বিভেদ ভুলে
মানবিক বন্ধনে পড়ুক বাঁধা মানুষে মানুষে।