ল্যাপটপ স্ক্রিনে জেট যুগের নুতন স্ক্রিপ্ট–
চমকে উঠেছিলাম… সভ্যতার প্রাঙ্গণে এ কোন্ জীবিকা!
আম্রপালি এখন আবেগ সঞ্চারিণী… নব সংযোজন
রেম, গিগাবাইট, উইনডোস, কন্ট্যাক্ট, ক্যালেন্ডার-
পুরো প্রোগ্ৰাম সেট করা…..
আপটুডেট আবেগ-পসারিণী মানবী রোবট!
নীল ফাঁদে হৃদয়বৃত্তি এখন বাজারি পণ্য।
আজ জাপান, কাল ইউরোপ হয়ে চলতে চলতে
এশিয়া মহাদেশের ছোট কোন অখ্যাত এক গ্ৰামে-
হঠাৎ দেখা মিলবে আবেগের বাজার;
ভ্রান্ত চাঁদের গোপন বোঝাপড়ার নাগপাশে
এক নং প্লাটফর্ম ছাড়িয়ে আবেগ এখন শূন্যে।!
এ শূন্যতার গভীরে ঢেউ ওঠে না…
মুদ্রার বিনিময়ে বিনিয়োগ কান্না-হাসির পৌষ ফাগুন!
কাঁদছো? হৃদয়ে দুঃখের শ্বাস পড়ছে? রুদালি চাই?
তোমার পৃথিবী শ্যাওলায় হাসি গেছে জড়িয়ে?
এন্ড্রয়েডে অনলাইন সাইটে গ্ৰাহক পরিষেবা খুঁজে নাও
ডিমান্ড এন্ড সাপ্লাই…. আবেগ বেচা-কেনার বাজারে
আপলোড করে নিলেই আবেগ ক্লোন হাতের কাছে;
হৃদয়বিহীন কোন সুজি, রিটা, সুজান লিখে যাবে-
নুতন দেয়াললিপি;
অথবা,
নাম গোত্রহীন কোন লাস্যময়ী মানবী রোবট
রচনা করবে দুঃখমুদ্রাহীন সড়ক সৌধ,
ভালোবেসে সাময়িকী রঁদ্যার ভাস্কর্য গড়বে!
ঈশ্বর তুমি দেখতে পাচ্ছো!!
তোমার ইভ এখন তুমিহীনতার পরবাসে…
ভেতরে ভেতরে সে একা–নিঃসঙ্গ, স্নেহ নেই, ভালোবাসা নেই,
ছায়া নেই, মায়া নেই, জল-মাটি-শেকড়ের টানে নেই,
আবেগের মরা গাঙে কোটালের বান ‘আবেগ পসারিণী’…
যার আঁখির পল্লব ভালোবাসায় তিরতির করে কাঁপে না!
জোড়া ভ্রু’র মাঝে ছায়ারোদ লুকোচুরি খেলে না!
শীতলপাটি বিছানো গেরস্ত বশ্যতা নেই-
মশারির ফাঁক গলে রুক্ষ বুকে আবেগের সুর ওঠে না,
‘নবান্নের বিষন্ন প্রাঙ্গণে’ মন্ত্রহীন সমঝোতার পুজার ডালি…. আবেগহীন হৃদয়।