জীবন যেন রেলের গাড়ি চলছে আঁকাবাঁকা।
ভালোবাসায় চললে পরে কষ্টেও সুখ মাখা।
সঙ্কীর্ণ হয় মনটা যাদের বিছায় প্রেমে কাঁটা।
ভালোবাসার হৃদয় তাই দিচ্ছে পথে হাঁটা।
প্রত্যয়ের হাতটি ধরে ভালোবাসার জন।
নির্ভাবনায় প্রীতির সাথেই চলে সর্বক্ষণ।
ছলনার জালসাজ ছিন্ন করে তারা।
কষ্ট হোক তবু থাকে খুশিতে আত্মহারা।
লক্ষ্য যদি ঠিক থাকে আত্মবিশ্বাসের সনে।
জীবন পথে সঠিক দিশা পাবেই জেনো মনে।
ভালোবাসার অমল নির্যাসে হাতে হাতটি রেখে।
এগিয়ে চলা চাই শুধু প্রীতির আলো মেখে।