প্রশ্ন উঠেছে মনের মাঝারে মানুষ শব্দ মানে
দেহ অধিকারী অবয়ব শুধু মানুষ কি তা জানে।
মানবতা টানে মানুষের সেবা মহৎ জানবে লোকে
থাকবে পাশেই শ্মশানে বিরহে থাকবে কাছেতে শোকে।
প্রকৃত মানুষ তাকেই বলব মানবতা ধরে রাখে
ছোটো থেকে শেখা পিতা মাতা কাছে চরিত্রে গাঁথা থাকে।
অমূল্য ধন গুণের আধার স্বভাব জাতই হয়
মানুষের মনে মহানুভবতা সুন্দর আঁকা রয় ।
বিদ্যাসাগর প্রকৃত মানুষ দয়ার সাগর তিনি
বাল্যবিধবা তরে কাঁদে প্রাণ বিয়ে দেন ফের যিনি।
বাধা বিপত্তি সম্মুখীনেও অটল থাকেন কাজে,
বিধবা বিবাহ প্রচলনে স্থির সংস্কারক সাজে।
হাতে গোনা পাবে প্রকৃত মানুষ এ ধরার বুকে তুমি
প্রণম্য তারা সবার কাছে নয়ন ধারায় চুমি।
রামমোহনের পুস্তিকা লেখা নিষিদ্ধ হলো রীতি
সহমরণের সতীদাহ প্রথা আইনের পথে স্থিতি।
মান হুশ যার সেই তো মানুষ সম্মান বোধ রবে,
জ্ঞানবুদ্ধিতে প্রখরতা ধরে ঈশ্বর দান ভবে।
মনুষ্যত্বকে জাগ্রত করো রক্তদানের মাঝে
স্বার্থবিমুখ হতে হবে তব সকাল দুপুর সাঁঝে ।
ভালোবাসা স্নেহ সকলের তরে বর্ষিত হোক তবে
বিবেকানন্দ পথ দেখালেন জীবে প্রেম ধরে সবে।
অধুনা মানুষ নিজ খুশি দেখে স্বার্থের পথে চলে
শিক্ষা দীক্ষা উন্নতি করো আসল মানুষ বলে।