রাতের সাদা পাখি
বসল হাসি মুখে
শব্দ সব আলতা পায়ে পায়ে –
আল্পনা
চাঁদ মেখে রাত জাগবে সবাই
কবিতার শরীর জুড়ে
একশ আটটা সূর্যপদ্ম
রান্না চাপাল
রক্ত মাংসের হাত দুটো
অন্ন তুলে দিল
শুকিয়ে যাওয়া পৃথিবীর মুখে
মহামারি বধ করে
তৃপ্তির ঢেকুর পৃথিবীর
রাতের সাদা পাখি
বসল হাসি মুখে
শব্দ সব আলতা পায়ে পায়ে –
আল্পনা
চাঁদ মেখে রাত জাগবে সবাই
কবিতার শরীর জুড়ে
একশ আটটা সূর্যপদ্ম
রান্না চাপাল
রক্ত মাংসের হাত দুটো
অন্ন তুলে দিল
শুকিয়ে যাওয়া পৃথিবীর মুখে
মহামারি বধ করে
তৃপ্তির ঢেকুর পৃথিবীর