কেউবা বেড়ায় আরামে আয়েশে
দাম্ভিক স্টার হোটেলে
কেউবা বেড়ায় আধপেট খেয়ে
শুয়েতে চটের খোলে।
সর্বসময় ঢেউ প্রকৃতি
নিরাবিল ঐ স্রোত
আঁখি যত পারে লুটেপুটে নেয়
নেই কোন প্রতিরোধ ।
নয়নানন্দ দিবানক্তম
অবিরত ইতস্ততঃ
জরতী অথবা খঞ্জ ফকির
বিনা কানাকড়ি সর্ত।
কেউবা বেড়ায় আরামে আয়েশে
দাম্ভিক স্টার হোটেলে
কেউবা বেড়ায় আধপেট খেয়ে
শুয়েতে চটের খোলে।
সর্বসময় ঢেউ প্রকৃতি
নিরাবিল ঐ স্রোত
আঁখি যত পারে লুটেপুটে নেয়
নেই কোন প্রতিরোধ ।
নয়নানন্দ দিবানক্তম
অবিরত ইতস্ততঃ
জরতী অথবা খঞ্জ ফকির
বিনা কানাকড়ি সর্ত।