প্রভাত রবির কর নেমে আসে সবুজ পাতার ফাঁকে,
ভৈরবী রাগের মায়াবী মুর্ছনা মধুর সুরে হাঁকে।
শিশিরভেজা ভোরের ঘাস রোদে ঝলমল করে,
আলতো পায়ে প্রকৃতিকে দেখি দু’নয়ন ভরে।
পাখির কলতানে মুখরিত খুশির ভোর,
দূরদেশে পেখম মেলার ছন্দে বিভোর।
ফুলেরা পাপড়ি মেলে মুক্তির আনন্দে,
পুষ্প বাগ সেজে উঠে রঙিন ছন্দে।
সোনা রোদ ছেয়ে যায় চারদিকে,
প্রাণে স্পন্দন জাগে চতুর্দিকে।
সবুজে ভরা ক্ষেতের শোভা,
অপূর্ব ছবি মনোলোভা।
বহু পথ দিয়ে পাড়ি,
দৃষ্টি নিয়েছে কাড়ি।
শ্রেষ্ঠ ধরাধাম
লহ প্রণাম
গরবিনী
জননী।