শুদ্ধ প্রকৃতি মা একদিন ছিল
স্নেহাশীষে বায়ু জল মৃত্তিকা দিল ।
সাথে দিল প্রাণবায়ু অক্সিজেন
শুরু হল সভ্যতা যত লেনদেন ।
অগণিত বৃক্ষ আমাদের প্রাণ
বৃষ্টির আশীষে সৃষ্টির গান ।
বনরাজি ধংস মানুষের হাতে
নিশ্চুপ অরণ্য ক্রন্দনে মাতে ।
সন্তান কষ্ট প্রকৃতি না ভোলে
পাপাচার বাসা বাঁধে প্রকৃতির কোলে ।
ধীরে ধীরে প্রকৃতির রোষ ক্রমে বাড়ে
অশুভ শ্বাস ফেলে পৃথিবীর ঘাড়ে ।
অতিমারী সংকটে প্রাণ টলোমলো
এই দিন কেন এল ? কার দায় বলো ?
আমপান আয়লা যশ বুলবুল
বলে যায় মনুষ্য কত বড় ভুল !
ধর্ষিত নারী সাথে আমাজন জ্বলে
আধুনিক বিশ্বে হিংস্রতা ফলে !
রুষ্ট প্রকৃতি মা নিষ্ঠুর হয়
উদ্ধত মানুষের আজ পরাজয় ।