প্রকৃতির মাঝে সময় কাটাই
সকাল সন্ধ্যে বেলা,
রঙ বেরঙের ফুল কুড়িয়ে
অবসরে গাঁথি মালা।
ভোরের আলোয় নীলাভ আকাশে
লাল আবীরের ছড়াছড়ি,
পাখীর সুমধুর কণ্ঠ বলে ওঠে,
এসো, কোনো দূর দেশে দিই পাড়ি।
দুপুরের রোদ আলোয় আলোয়
ঝলসায় যেন চিত্ত !
গাছের ছায়ায় মিষ্টি হাওয়া
ফুলের সুবাস ছড়ায় স্নিগ্ধ !
গড়িয়ে আসে বিকেল বেলা,
রবি যায় অস্তাচলে,
পাখীর কূজনে মন মেতে ওঠে,
যেন বাড়ী ফিরে যেতে বলে।
এ প্রকৃতি আমার ! ভেবে খুশী মন,
লেগেছে রঙের মেলা,
উপভোগ করি প্রতিটি মুহুর্ত,
দেখে রঙ বেরঙের খেলা।