বাড়ি বাড়ি খুঁজে খুঁজে
ডেকে হলো সারা,
পথে পথে ঘুরে ঘুরে
পেলো শেষে সাড়া।
ঘাটে ঘাটে দলে দলে
বধূ মিলে সাথে,
ঘড়া ঘড়া ভ’রে ভ’রে
সবে নেয় জল মাথে।
গাছে গাছে শাখে শাখে
নানা ফুলে ভরা,
ঝাঁকে ঝাঁকে উড়ে উড়ে
আসে অলি ত্বরা।
গানে গানে সুরে সুরে
বৈঠা টানে মাঝি,
কূলে কূলে দুলে দুলে
খেলে যে ঢেউ সাজি।
গুরু গুরু ঘন ঘন
ডাকে নভে দেয়া,
তালে তালে স্রোতে স্রোতে
চলে ধীরে খেয়া।
মাঠে মাঠে ধানে ধানে
লক্ষ্মীর আসন পাতা,
হাসি হাসি খুশি খুশি
চাষি পুজে মাতা।