পৌষ মাস এসেছে ভাই
খুশি খুশি রব ওঠে তাই,
পৌষ মাসের শেষ দিনে
মাতে সবাই মকর স্নানে।
মেলা বসে মাঠের ধারে
ঘরে ঘরে সব পিঠে গড়ে,
উৎসবে মাতে সারা গ্রাম
টুসু গানে মহা ধূমধাম।
ভানে আমন ধান ঢেঁকি
আচার বিচার কত দেখি,
খুব যত্নে করে চাল গুঁড়ি
আনে গুড়ের ঝোলাহাঁড়ি।
পৌষ এসে সে শীত কাঁপায়
পিঠে রাখে শরীর উষ্ণতায়
ভিন্ন কত যে পিঠে পায়েস
রোদে বসে করবে আয়েস।
উৎসব পৌষ পার্বণ আজ
ঘরে ঘরে খুশির মেজাজ
আতপ চাল পীশে শীলে
গড়বে পিঠে সবাই মিলে।
মায়ে ঝিয়ে সারাদিন ধরে
কুড়ানিতে নারকেল কুড়ে
বানাবে পিঠে সরায় করে
খাবে গুড় দিয়ে মন ভরে।