পয়লা পৌষ এসে
যেন জমিয়ে দিল শেষে
তুমি কাছে এলে আগে
তাতে আমার ভাল লাগে?
তুমি কাছে এলে পরে
বুকে উষ্ম পরশ জাগে
আকাশ ঘিরে আনন্দ থাকে
তুমি কাছে আসবে কখন তার অপেক্ষাতে
তুমি কেবল আসবে বলে বড্ড দাও ফাঁকি
রইল কথা অনেক বাকি
এখন বল কাকে আবার ডাকি?
অগ্রহায়ণেই কুয়াশা এসে
সেও বুঝি ভালবেসে,
সবুজ ঘাসের উপর শিশির রূপে বসে।
আর তুমি হালকা আমেজে
গভীর রাতে জড়িয়ে ধর,
কেন যে এমন কর
বেশ লাগে ঘুমের মাঝে
হারিয়ে তোমার আদরে
আমিও থাকি জড়িয়ে ধরে।
পৌষ না এলে প্রেম না দিলে
শীত চাদরে জড়িয়ে টেনে বুকে নিলে
তোমার নরম আদরে
ঋতু শীতচুম্বন অন্তরে।
বললে তুমি কানে কানে
কটা দিলাম নিয়ো গুণে।