কবিতার প্রসব পাঠশালায় আমার মুক্তির
মেখলা খুলে যায়
সৃজনের আনন্দ আলো ঢেকে ফেলে
ইত্যাকার অ-সুখের শোকের প্রচ্ছায়া
হয়তো প্রহরও নয় ঘন্টার ভগ্নাংশ কিছু
তবুও মরোমরো মজ্জার মেদে জ্বলে ওঠে
এক আশ্চর্য নমনীয় জল ও আগুন
পৌরাণিক জন্মপ্রণালী ভেঙে যেন কোনও
নতুন আশ্বাস শিশিরে ধোয়া আগামী আকাশে
এই প্রথম উড়লাম
পৃথিবীর সব অসততা প্রসন্ন অক্ষরের প্রাণ
পান করে ইত্যাদি প্রভৃতি প্রসংগ ছেড়ে
বিশুদ্ধ অরণ্য হয়ে চুপছাপ দোলে
পরিবেশও উদ্ভিদের মতো
শেকড় ও পাতায় বাড়ে সমান সমান
আমি এই দুর্লভ বোধের জিনে চড়ে
বারবার অস্থায়ী মানুষ হয়ে যাই