কালসাপ! কালসাপ!
চমকে তুই যাস নে বাপ।
দুধসাগরের দয়ায় ওদের দিন-রাত-
সময়-বাঁধা আঁটঘাট!
দেশ-দেশান্তরে তাদের বাড়া ভাতে
কোথায় কোথায় ছাই?
আদরে-কদরে বরং দেদার কলা-ভক্ষণে
বাড়ন্ত শুধুই লাফ-ঝাঁপ!
বুমেরাং! বুমেরাং!
দিনে দিনে বেড়েছে হাঁপ!
সাপুড়ের অঙ্গনে-ই ছোবলের আস্ফালন!
সাক্ষ্য প্রমাণগুলো ছড়িয়ে-ছিটিয়ে মাথা তুলে,
তবুও সেসব হয় নি শিক্ষক!
কলা-দুধে সাপেদের ফুর্তি আকাশছোঁয়া-
সরা-জ্ঞানে ধরাও বুঝি অবহেলিত!
আতঙ্ক পাখনা মেলে সঘন নিঃশ্বাসে
মালিকের ভক্ষক!
কোন কোন মুনির শাপ? পোষ্য কালসাপ!
ঘাবড়ে তুই যাস নে বাপ।