এই তো সেদিন ছিল স্বপ্ন রঙিন,
চশমার ধূসর কাঁচে আজ ঢাকা,
বাড়ছে বয়স হতাশার প্রলেপে,
একজন পেনশনার হয়ে থাকা ।
এই তো সেদিন ছিল যৌবন দিন,
খুশির খবর হঠাৎ চাকরি পাওয়া,
জীবন জটের এই গোলক ধাঁধায়
অফিসের কাজের স্রোতে ভাসা।
আচমকা যেদিন শুভ সংবাদ !
বেকারত্ব মুছলো সুদিন এসে ঘরে,
আজও বসে ভাবি,সাফল্যের চাবি
শুধু স্মৃতির জলছবি মনে পড়ে।
কাটিয়েছি দিন সময়ের ঋণ,
সামলেছি কত গুরুত্বের ফাইল,
হয়েছি নাকাল কতো নাজেহাল,
তবুও এক সাথে,চা গ্লাস হাতে ,
বুকে কষ্ট চেপে রেখেও স্মাইল!
দড়ি টানাটানি মালিক শ্রমিকে,
এক জোট হয়ে করেছি লড়াই,
ন্যায্য দাবিতে ও মিটিং মিছিলে ,
সহকর্মীরাই মিলে পা বাড়াই।
আপন হয়েছি এক অপরের,
সুখ-দুঃখের কত যে কথা !
মধুময় স্মৃতি আজও সম্প্রীতি,
অবসরের নানা লুকানো ব্যথা!
আজও আমরা একসাথে বসি,
একে অপরের নিতে থাকি খোঁজ,
সকলে মিলে পেনশনার টেবিলে
সাক্ষাৎ,কুশল কামনা করি রোজ।
মাঝে মাঝে ভয় অতর্কিতে হয়,
মৃত্যু খবরে পরিচিত চেয়ার ফাঁকা!
সময়ের তালে,সব হয় গোলমেলে
লাঠি ধরে আমাদের বসে থাকা।