ভোজন রসিক পেটুকবাবু
টেবিল জুড়ে খাবার
কোনটা তিনি আগে খাবেন
স্কুলে আছে যাবার।
অবাক চোখে হাসিমুখে
মাছের কাটলেট চাখেন
ডিমের ডেভিল পাঁপড় ভাজা
কোনটা ছেড়ে রাখেন।
গলদা চিংড়ি বাটির থেকে
উল্টে যেন পড়ে
একা একা খেয়ে যাচ্ছেন
কেউ নেই তো আজ ঘরে।
ভোজন রসিক পেটুকবাবু
টেবিল জুড়ে খাবার
কোনটা তিনি আগে খাবেন
স্কুলে আছে যাবার।
অবাক চোখে হাসিমুখে
মাছের কাটলেট চাখেন
ডিমের ডেভিল পাঁপড় ভাজা
কোনটা ছেড়ে রাখেন।
গলদা চিংড়ি বাটির থেকে
উল্টে যেন পড়ে
একা একা খেয়ে যাচ্ছেন
কেউ নেই তো আজ ঘরে।