পেঁচার ডাকে ফাঁদ পেতেছে
শাকচুন্নি আর পেত্নি দল,
বিভীষিকার সৃষ্টি করে
উৎপাত জুড়ে বাঁশবন তল।
ডাকের সাথে তাল মিলিয়ে
নাকি সুরে করে গান,
আশেপাশের মানুষগুলোর
ভয়ে করে দুরুদুরু প্রাণ।
নাচে গানে রাতবিরেতে
চেঁচিয়ে করে পাড়া মাত,
ভয়ের চোটে শিশু সবে
কেঁদে কাটায় সারা রাত।
নিত্য খুড়ো রাতে একদিন
মশাল ছুঁড়ে মারলে জোর,
হাও মাও খাও মলুমরে বলে
ভূতেরা সব পালায় দৌড়।