অনুশোচনা তো ভুলে গেছি প্রিয়া বারবার হেরে গিয়ে,
তোমার কেশের স্নিগ্ধ সুবাস কবেই গিয়েছি ভুলে।
প্রেম মানে লয় ভাবিনি কখনো প্রেম ছিলো মধুময়,
সে প্রেম সাগরে ডুবে গেছি প্রিয়া মেনেছি যে পরাজয়।
নিষেধের কতো বেড়াজাল ছিলো ভাবিনি সেই সময়,
কেউ হারে কেউ জিতে যায় আমি হেরে গেছি নিশ্চয়।
অনুশোচনাটা তাই তো ছেড়েছি বুঝছি দুঃসময়
আকাশের চাঁদ যায় নাকো ধরা পৃথিবী গদ্যময়।
ব্যর্থ আকাশ ব্যর্থ বাতাস হাহাকার শোনা যায়
অনুশোচনায় শ্বাস ভারী হয় বেদনাটা বেড়ে যায়।
তুমি এসো প্রিয়া বুকেতে জড়াই অভিমান ভুলে যাই
দীর্ণ ভুবন কম্পিত বুকে শুধুই তোমাকে চাই।।