তুমি কি ডেকেই যাবে, এ ভাবে ? আর কতকাল ? জীবনের
দেনা-পাওনা মিটাতেই বেলা বয়ে গেলো, ঋণ পরিশোধের
সময় আর পেলাম না কোন ! কিংবা শোধ করেছি
তুমি বুঝতে পারো নি, অথবা বুঝেও খালি মিছেমিছি,
ছল করে গেছো ! ভয় পেয়েছো ? তাই ডেকেছো করুন সুরে,
ভেবেছো ঋণ পরিশোধ হয়ে গেলেই চলে যাবো দূরে-বহুদূরে ?
আর কতোকাল দেনার দায়ে ঘোরাবে ? যতকরি পরিশোধ,
শতগুণে ফিরিয়ে দিয়ে বোঝা বাড়াও, কেন করো পথরোধ ?
সত্যিই ভাবি, চলে যাবো, দূরে-বহুদূরে—অন্ধকার অতীতে,
কিংবা চলে যাবো অদৃশ্য কল্পনায় আঁকা ভবিষ্যতের পথে।
যেখানে থাকবে না লেন-দেন, কিন্তু কি এক অমোঘ আকর্ষণে ডেকে,
টেনে আনো, না চাইতেই পূর্ণ করো, পথভোলা পথিক আমাকে !
অদৃশ্য মহাজন তুমি ! জীবনের খাতায় শুধু লিখে চলো নাম তার,
যাকে তুমি নিরন্তর প্রেম দিয়ে ঋণী করে ডেকেছো বারবার !