ফুটে ফুটে ফুটে অভিজ্ঞ ফল হয়ে গেছি ।
আবারও কি ফিরে ফিরে
ফুটিফুটি ফুল হতে পারি ?
কে পোড়াবে প্রিয় প্রিয় সংগ্রামী স্মৃতির প্রচ্ছদ ?
আমারই শ্বাসের রসে চনমনে
জাতকের মর্হাঘ্য মাটি ।
পৃথিবীর প্রসন্ন প্রশ্রয়ে
পেয়েছি চাটাই- পাতা পাঠশালা জুড়ে জুড়ে
কবিতার বর্ণবেগে শংসার মঞ্চে উড়ান ।
এতো এতো শ্রমিক রাত্রির ঘুম
ধিকিধিকি পান করে করে
বিষন্ন হয়েছে দিন কাঁচা কাঁচা ফসলের জ্বরে ।
তবুও তো অধমর্ণ ঋণ জমা রয়েছে শেকড়ে ।
অরণি আটকে আছি নক্ষত্রমন্ডলে ।
বলো কবি , এতোটা দূরত্ব কেটে
কিভাবে ফোটাবো চোখে ফুটিফুটি ফোটার সম্মতি !