পৃথিবীর গান কভু হয়নাতো শেষ,
কোথা না কোথাও তার রয়ে যায় রেশ।
প্রখর নিদাঘ ক্লান্ত পাখি মূর্ছা যায়
স্নিগ্ধ পরশে শীতল বৃক্ষ ছায়ায়।
তখনই কেউ যেন ওঠে গান গেয়ে,
ঝোপঝাড় কেটে ফেলা সদ্য ঘাসবনে,
ঘাসফড়িং আসে উড়ে কণ্ঠে গান নিয়ে,
অনাবিল আনন্দের রেশ যায় রয়ে ।
পৃথিবীর গান কভু যায়নাকো থেমে,
নিভৃত তুষার সন্ধ্যায় ,আগুনের পাশে
তন্দ্রার ঝিমুনি আর উত্তাপের ওমে
ঝিল্লির গান শুনে ভাবে একমনে
যেন কোনো ঘাসময় পাহাড়ে পাহাড়ে
ঘাসফড়িং গেয়ে যায় একটানা সুরে।