অকাজের জঞ্জালে ফসফরাস জ্বলে
সারা দিনমান, সারা রাত্রিময়।
অনাথ ইচ্ছেরা ঈষৎ আভায়
অলস-পরিখায় কোমর রাখে সোজা।
ছেঁড়া-ফাটা ক্যানভাসে তুলি আবার সচল,
এখন আচমকা জাগে মরুদ্যান-
অকালপ্রয়াণের আগে অগাধ ছানির
অপারেশনে তৎপর নাবিক ভুলেছে তাই
জাত্যাভিমান ।
এবার আলোর টর্পেডো শাঁসালো প্রহরে
অতি চতুর, ক্ষীপ্র খেলুড়ে-
বর্মের ভেতর প্রচ্ছন্ন তার মাধ্যাকর্ষণ -টান ।