ফাগুনের রাগে মনের মাঝারে
পূর্বরাগ বীণ বাজে,
রঙের নেশায় মত্ত মাতাল
হৃদি মাঝে প্রেম রাজে।
অলস দুপুরে ঝরা পাতা সনে
প্রেমিক বাউল মন,
রাঙামাটি পথে দিশেহারা হয়ে
তোমা খুঁজে প্রতি ক্ষণ।
তোমার অপেক্ষায় যায় কেটে দিন
নীরবে স্বপন সাথে,
আসবে তুমি পথ চেয়ে তাই
আছি বসে দিনে রাতে।
মনে পড়ে কত রাগ অনুরাগে
দিবস রজনী ক্ষণ,
হৃদয় রাঙানো প্রেম আবেগেতে
অভিভূত থাকা মন।
ফাগুন প্রেমে মাতোয়ারা হয়ে
সোহাগের হোলি খেলা,
করেছি কতই তোমার সঙ্গে
প্রেম নিবেদন মেলা।
আজ এই ক্ষণে তুমি আছো দূরে
বিষাদে মনন ছায়,
এসেছে ফাগুন ফাগ রাঙা মন
তোমার পরশ চায়।
এসো প্রিয় মোর বাঁধো বাহু ডোরে
রঙিন ফাগুন বেশে,
উতলা এ মন হয়েছে বেহায়া
প্রণয় আবেশ রেশে।