ফাগুন শেষের চৈতালী বায়
ফুলের সুবাস নিয়ে ধায়,
সন্ধ্যা হলেই স্নিগ্ধ মধুর
মিষ্টি সোহাগ পরশ লাগায়।
সন্ধ্যাবেলায় তুমি আমি
দাঁড়িয়ে আজ নদীর ধারে,
পূর্ণিমা চাঁদের দেখি শোভা
সুদূরের ঐ গগন পারে।
জ্যোৎস্নালোকের মধুরিমায়
প্রেম শিহরণ হৃদে জাগে,
প্রেমালাপে মেতে দুজন
সুখে কাটাই ইমন রাগে।
জোছনা ধারায় স্নাত হয়ে
স্নিগ্ধ প্রেমের সোহাগ মোহে
কত বাসনা ভাগ করে নিই
খুশির স্রোতে ভেসে দোঁহে।