বিবেকের কাছে জমা রেখেছি দায়বদ্ধতা,
আবেগের মেকি কান্না তীব্র জলোচ্ছ্বাসে প্লাবিত,
প্রকৃতির নৃত্যনাট্যে মহড়া নিতান্তই অপাঙক্তেয়,
ব্যাধি বিধি সবই বহাল ভারসাম্যের খেলাঘরে।
দাসখত লিখে দিয়েছি প্রতিশ্রুতির কাছে,
বিবর্ণতার জীর্ণ প্রচ্ছদ ঢেকেছে অবহেলে,
পিলসুজ বয়ে চলে কলঙ্কিত অধ্যায়,
সভ্যতা এগিয়ে চলে অন্ধকারের ছায়াসঙ্গী হয়ে……
আমাকে কুরে কুরে খায় মূল্যবোধের মহামিছিল,
অবক্ষয়ের ঝুরঝুরে মাটি থেকে তুলে আনি শিকড়,
সন্ধানী চোখ খোঁজে সংস্কারের শিরদাঁড়া,
সহিষ্ণুতার মহামন্ত্র পাঠে লিপিবদ্ধ আছে মনুষত্বের উৎসমুখ ।
জোনাকির মিহিন আলোয় আলোকিত চেতনার পূণ্যশ্লোক,
নিষ্প্রভ আলোছায়ার অন্তরালে জ্বলুক আত্মিক দীপশিখা।