“কলকাতার জন্য আবারও—“
বৃষ্টি -বৃষ্টি
পান্না পুকুরে, হীরক কুচির,
শব্দ টুপটাপ
পড়ছে বৃষ্টি, বৃষ্টি -বৃষ্টি, বৃষ্টির ঐ ছাট।
আসমান রঙ, মিশেছে সাঁঝেতে
নেই কোন তার ফাঁক।
পড়ছে বৃষ্টি, বৃষ্টি -বৃষ্টি, বৃষ্টির ঐ ছাট ।
জানলায় বসে, ডানা ঝাপটায়,
অসহায় ঐ কাক
পড়ছে বৃষ্টি, বৃষ্টি -বৃষ্টি, বৃষ্টির ঐ ছাট ।
অযথা নাহোক, কালো পাখিটি,
কুহু রবে দেয় ডাক
পড়ছে বৃষ্টি, বৃষ্টি -বৃষ্টি, বৃষ্টির ঐ ছাট ।
তৃষিত চাতক,পান করে সুখ,
কণ্ঠ রহে না কাঠ
পড়ছে বৃষ্টি, বৃষ্টি -বৃষ্টি, বৃষ্টির ঐ ছাট।
বাদল বেলাতে, লিলি ফুলটি,
হারাল গরবি ঠাঁট
পড়ছে বৃষ্টি, বৃষ্টি -বৃষ্টি, বৃষ্টির ঐ ছাট ।
হরিত মাটিতে, অথবা মাঠেতে,
এসো না পথের বাঁক
পড়ছে বৃষ্টি, বৃষ্টি -বৃষ্টি, বৃষ্টির ঐ ছাট ।
চলো না সকলে, হুল্লোরে মাতি,
মুলতবী সব থাক
পড়ছে বৃষ্টি, বৃষ্টি -বৃষ্টি, বৃষ্টির ঐ ছাট ।
ভিজে ভিজে শেষে, খেলি নব সাজে,
মেঘ-মল্লার রাগ
পড়ছে বৃষ্টি, বৃষ্টি – বৃষ্টি, বৃষ্টির ঐ ছাট ।
পান্না পুকুরে, হীরক কুচির, শব্দ টুপটাপ
জলের সাথে, জলের মিলন, চলছে চুপচাপ ।