যাপনের পুরনো পৃষ্ঠা স্মৃতিময় ধুলো উড়ায়,
সেখানে বেহাগের স্বরলিপি লেখা ছিলো…
লেখা ছিলো বিয়গান্ত নাটকের পটভূমি,আর
অমিমাংশিত সব অংক।
ছিলো নীল বিষাক্ততায় আঁকা সেই সব ছবি,
যবনিকা পতনের কালো পর্দায় জীবন মৃত্যুর বিষণ্ন সন্ধি।
শোকের পাথরে খোঁদাই স্মরণের অজস্রবাণী,
নোনা জলের গভীর দাগে দাগে অসহায় প্রার্থনার ধ্বনি।
মাটির উন্মোচিত বুকে ঝরে পড়া ধূসর রঙে আঁকা প্রিয়মুখ।
পুরনো ব্যথায় উপেক্ষার প্রলেপ ঢেলে আসে নতুন,
বাজি ফোটে রংফানুস ওড়ে…
আকাশের পৃষ্ঠায় কালো বিষাদ ঢাকে নব উল্লাসের ফুলঝুরি।
সতীর্থ সব বাঁধনের আগোল ভেঙে
ছলকে ওঠে পানপাত্রে বুদবুদের বিলাস,
ঝাড়বাতি আর আতসে উদ্দাম সংস্কৃতির শ্লোক,
অনিশ্চয়তায় আর একটা পাতা উল্টায়
দিগন্তে নব আগমনের ভোর। ক্ষীণ আশার আলোয়
পুরনো যতো সব সন্তর্পনে আগলে রেখে!
নতুন প্রত্যাশার সঞ্চারে আলোকিত হয়ে ওঠে আমাদের ক্ষতবিক্ষত চোখ …।