দুঃখ দের বড্ড বেয়ারা হতে হয়
বেয়াদবিতেই তাদের জাত বজায় থাকে
আর তোমারা যাকে সুখ বল…
আজন্ম চঞ্চলা
খাঁচা ভেঙে
উড়ে যাওয়া
তার তীব্র নেশা
দুর আকাশে ঘুড়ি নিয়ে গিয়ে
কেটে দেয় সুতো…
গাঢ় লিপস্টিকে ভেজা
অট্টহাসি
বিধাতা পুরষ
আপনি ভুল বুঝিয়েছেন এতকাল
আসলে দুটোই বিষাক্ত নাগ
আমারা পুতুলের মতো
দু হাত তুলে
বেঁচে থাকার চেষ্টা করি
আর নাম দিই জীবন