দোলনা দোলে খুশির বোলে
ঘুমপাড়ানি গানে,
পুতুল ঘুমায় শান্তি যে ছায়
সোনামনির প্রাণে।
ইচ্ছে জাগে মনের বাগে
দেবে পুতুল- বিয়ে,
বন্ধু মিতা বরের পিতা
দেখেই জুড়ায় হিয়ে।
গয়না গাটি শীতলপাটি
নূপুর ঘাগড়া চুড়ি,
বরের জামা বাসন- ঝামা
আনলো ভুরি ভুরি।
বাড়ির ছাদে মেরাপ বাঁধে
বন্ধু জনে নিয়ে,
দুই সখিতে খুশির চিতে
দেয় পুতুলের বিয়ে।
বাসর জুড়ে রাত দুপুরে
চললো রে হৈ- চৈ,
স্বপ্ন ভাঙতে ধপাস্ সোনা
বলে,আমি কই!